প্রধান মেনু

শরণখোলায় কৃষকদের কাছ থেকে সরকারের ধান ক্রয় শুরু

আলোরকোল ডেস্ক ।।

 শরণখোলায় সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের মাধ্যমে  সরকারের ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ।

সোমবার (১৩জানুয়ারী) সকাল ১১টায় রায়েন্দা সরকারি খাদ্য গুদাম চত্বরে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সরদার মোস্তফা শাহিন।

রায়েন্দা খাদ্য গুদাম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উদ্বোধনি দিনে কৃষকদের কাছ থেকে প্রায় তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। লটারীর মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়ন থেকে ৫৯০জন কৃষককে বাছাই করা হয়। পর্যায়ক্রমে তাদের কাছ থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮২৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

উপজেলা খাদ্য কর্মকর্তা কুমুদ চন্দ্র মল্লিক জানান, একেক জন কৃষকের কাছ থেকে মনপ্রতি এক হাজার ৪০টাকা দরে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। তবে ওই ধানে কমপক্ষে ১৪ ভাগ আর্দ্রতা থাকতে হবে এবং শূণ্য দশমিক পাঁচ ভাগের বেশি চিটা থাকতে পারবে না। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*