প্রধান মেনু

শরণখোলায় উপজেলা নির্বাহী অফিসার ঘরে ঘরে পৌছে দিলেন ত্রাণ সামগ্রী

মো. আনোয়ার হোসেন।।
বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী অফিসার অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। গতকাল (সোমবার) বিকেলে উপজেলার রায়েন্দা ইউনিয়নের প্রতিবন্ধী সবুর হাওলাদারকে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে কার্যক্রম শুরু করে। এসময় তার সাথে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।

বরাদ্দকৃত ত্রাণসামগ্রী ৫’শ প্যাকেট তৈরী করে রায়েন্দা ইউনিয়নে ১৪২, সাউথখালী ইউনিয়নে ১৩০, ধানসাগর- ১০৭ ও খোন্তাকাটা ইউনিয়নে ১২১ প্যাকেট বিতরণ করা হবে। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ২কেজি আলু ও ১টি সাবান রয়েছে।

এ ব্যাপারে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, তার ইউনিয়নে ১৪২ প্যাকেট সরকারীভাবে বরাদ্দ পেয়েছেন। ওই বরাদ্দের সাথে তার নিজ উদ্যোগে আরও ২’শ প্যাকেট হত দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতদরিদ্রদের জন্য শরণখোলা উপজেলায় ১০টন চাউল ও ৭৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। যার মধ্যে ৫টন চাউল ও ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ বাকী ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয় হবে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*