প্রধান মেনু

শরণখোলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ৯৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুতি

আলোরকোল ডেস্ক ।।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় শরণখোলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন জানান, জনসাধারণের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলার চারটি ইউনিয়নের ৯৭টা সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে।

এসব শেল্টারে ৫০/৬০ হাজার মানুষকে আশ্রয় দেয়া যাবে।

শেল্টারসমূহে প্রয়োজনীয় খাবার পানি, শুকনো খাবার, সেনিটেশন সামগ্রীসহ যাবতীয় দ্রব্য সংগ্রহ করা হয়েছে।

সার্বিক অবস্থা তদারকির জন্য উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে একাধিক সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনগনকে সচেতন করতে ব্যপক মাইকিং করা হচ্ছে। উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*