প্রধান মেনু

যানযট নিরাসনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

আলোরকোল ডেস্ক ।।

ট্রাফিক মোড়ের যানযট নিরাসনে  আবারও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ। সেগুনবাগীচার শিল্পকলা একাডেমীর মোড়ে প্রতিদিনই অফিস টাইম শুরু এবং শেষের দিকে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রধান সড়ক থেকে  শিল্পকলা একাডেমীর রাস্তাটি ভিতরে থাকার কারনে ট্রাফিকেরও তেমন একটা নজরদারি পড়ে না বল্লেই চলে।

অন্যদিকে বারডেম -২ জেনারেল হাসপাতালটি নিকটে হওয়ায়  অসুস্থ রোগীদের অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। রাস্তার মাঝে নেই কোন ডিভাইডার।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদের নেতৃত্বে এর আগেও কয়েকবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের তার অনুসারীরা এই মোড়ে যানযট নিরসনে কাজ করেছেন।

আজকের বৃষ্টির কারনে যানযট তীব্র আকার ধারণ করার কারনে সাধারন মানুষ খুবই বিপাকে পড়ে।শিল্পকলা একাডেমীতে চলমান জাতীয় শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসবে সারাদেশ থেকে আগত প্রতিযোগীদের বাড়তি ভীড় যানযটকে আরও প্রকট করে তোলে।

তাই ছাত্র নেতা যুবয়ের আহমেদে সাধারন মানুষের দুরদশার কথা ভেবে  যানযট নিরাসন করেন। সেই ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অধিকাংশ ছবির সাথেই এই মোড়ে ট্রাফিক নজর দারি বাড়ানোর আবেদন হিসাবে অনুরোধ করেছেন  সাধারন মানুষ ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*