প্রধান মেনু

মোড়েলগঞ্জে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫

মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে মঙ্গলবার সকালে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হল, কৃষক কামরুল হাওলাদার (৩৮), নাজমিন আক্তার (৩২), ভাইপো মাদ্রাসা ছাত্র তাইজুল মুনসী (২০), বনি আমিন (১৭), মেহেদী শেখ (২০)। রক্তাক্ত জখম অবস্থায় আহতদের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,ঘটনার দিন কৃষক কামরুল হাওলাদার পঞ্চকরন গ্রামের তার চাচাতো ভাই জমি মালিক খোকন হাওলাদারের অনুমতি নিয়ে ধানের খড় (নাড়া) কাটতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের হিসেবে কতিপয় ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলায় কামরুল হাওলাদার ও তার স্ত্রী সহ ৫ জন আহত হয়। এদের মধ্যে কামরুল হাওলাদার ও তাইজুল মুনসীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, উভয় পক্ষ কম বেশী আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, অভিযোগ পেলে সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*