প্রধান মেনু

মোরেলগঞ্জে ঈদ-উল আজহা উপলক্ষে দুস্থ্য নারীদের মাঝে শাড়ী বিতরন

এম.পলাশ শরীফ ।।

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ত্যাগের মহিমায় শত দুস্থ্য নারীর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ইউপি সদস্য যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্র।


  ঈদের দিন (সোমবার ১২ জুলাই) বেলা ১১টায় জিউধরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় কাকড়াতলী মাঠে ৩নং ওয়ার্ড দুস্থ্যদেও মাঝে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. নাজমুল হাসান সুমন, যুবলীগ নেতা মিজানুর রহমান মোল্লা সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারেও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী  তার ওয়ার্ডে কাকড়াতলী, কালাচাদের ধাইড়, কুরুপের ধাইড় ও হাওলাডাঙ্গা গ্রামের ১০০ দুস্থ্য ও অসহায় নারীদের মাঝে এ শাড়ী বিতরণ করেন।  
এ সর্ম্পকে যুবলীগ নেতা  শিমুল কান্তি মিস্ত্রী বলেন,  সেবাই যার ব্রত, পিতা ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. তরুন কান্তি মিস্ত্রী  পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন।

পরবর্তীতে পল্লী চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের সেবায় সার্বক্ষনিক নিজেকে নিয়োজিত রাখে। এ আদর্শ নীতি তার কাছ থেকেই পেয়েছি। একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, মানুষ হিসেবে নিজেকে সাধারণ মানুষের পাশে থেকে কর্মময় জীবনে তাদের সেবায় নিজেকে ব্রত রাখার আশা ব্যক্ত করেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*