প্রধান মেনু

জমি নিয়ে বিরোধ

মোরেলগঞ্জে আদালতে মামলা করে বিপাকে বাদী পরিবার

এম.পলাশ শরীফ ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আদালতে দায়ের করা মামলার নোটিশ প্রাপ্ত হইয়া বিবাদীরা বাদিও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি প্রদান। ঘটনায় শুক্রবার মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সোনাখালী গ্রামের মো. কামরুল ইসলামের সাথে এইক গ্রামের জোনাবালি শেখের পুত্র মো.নজরুল শেখ, লোকমান শেখ, সৈয়দ আলী শেখের পুত্র লতিফ শেখ, মন্নান শেখ, মোহাম্মদ আলীর পুত্র আলম শেখের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও বিলান জমি নিয়ে ৩৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এ বিষয়ে গত ২৯ আগষ্ট সোনাখালী গ্রামের সেকেন্দার শেখের পুত্র দিনমজুর মো. কামরুল শেখ বাদি হয়ে বাগেরহাট বিজ্ঞ অতিঃ জেলা মেজিষ্ট্রেট আদালতে মিসনং-১৮৪/১৯ মামলা দায়ের করেন।
আদালত ২০ সেপ্টেম্বর ধার্য তারিখ হিসেবে ৩ অক্টোবর নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিরা ৭/৮ জনের একটি দল নিয়ে বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দেয়।

বর্তমানে আতংকগ্রস্ত ওই দিনমজুর কামরুল শেখের পরিবার প্রতিকার চেয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ সর্ম্পকে মো. আলম শেখ(৪৮)বলেন, আদালতের নোটিশ পেয়েছি, আদালতের মাধ্যমেই আমরাদের জমি পাবো, আমরা করো বাড়িতে গিয়ে হুমকি প্রদান করেনি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*