প্রধান মেনু

মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্স শুরু

মাসুম হাওলাদর।।

‘মুজিব বর্ষ’ উপলক্ষে বেকার যুবকদের দক্ষ করে তুলতে বাগেরহাটে দুই মাস মেয়াদী রেগুলার ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, বাগেরহাট পল্লীবিদ্যুৎ

সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক ব্রজ গোপাল দেবনাথ প্রমুখ। এছাড়া প্রথম ব্যাচের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ৩ জন নারীসহ ৩০ জন বেকার যুবক ‘রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং’ কোর্সে অংশগ্রহণ করছেন






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*