প্রধান মেনু

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে আমাদেরসময় : মোহা. নূর আলী

আলোরকোল ডেস্ক।।

আমাদেরসময়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী বলেছেন, ‘আমাদেরসময় ১৭ বছর পেরিয়ে আজ ১৮ বছরে পদার্পণ করেছে। আমরা এই দীর্ঘ সময় ধরেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছি এবং আমি কথা দিচ্ছি যে যতদিন আমরা থাকব, আমাদের এই পত্রিকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যাব।’

তিনি বলেন,‘শুধু তাই নয়, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সেদিন বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেই স্লোগানই আমাদের সামনে ছিল-তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা; জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জাগো বাঙালি জাগো; বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগান আমার মনের মধ্যে এখনও আছে, থাকবে যতদিন বেঁচে থাকি।’

নূর আলী বলেন, ‘আমি বিশ্বাস করি, এই পত্রিকা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, আমার পত্রিকাও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে কাজ করবে। সেই অঙ্গীকার ব্যক্ত করছি।’

সফলতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*