প্রধান মেনু

মিজানুর রহমান আজহারীকে নিয়ে তসলিমার ফেসবুকে স্ট্যাটাস

আলোরকোল ডেস্ক ।।

মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে তাকে নিয়ে সমালোচনা করায় চটেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ওয়াজের ভিডিও শেয়ার করেছেন।

তসলিমা লেখেন, ‘সেই ১৯৯০ সাল থেকে আমার বিরুদ্ধে ওয়াজ শুরু হয়েছে। ২৫ বছর দেশে নেই আমি। আমাকে আজও তারা ভুলতে পারেনি।’

ওয়াজের ভিডিওর বক্তাকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, ‘আজানের সময় মুসলমানেরা চুপ থাকে। এই ব্যাটা উত্তেজনায় চুপ থাকতে পারেনি।’

ওয়াজের আরেকটি ভিডিও শেয়ার করে বিতর্কিত এই লেখিতা লেখেছেন, ‌‘বাংলাদেশে নারী-পুরুষের সমানাধিকারের দাবি যারা করে, তাদের বলা হচ্ছে ‘তসলিমার ডিম ফুটা বাচ্চা’। এ তো দেখছি কমপ্লিমেন্ট।’

এছাড়া হালের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন তসলিমা।

ভিডিওতে দেখা গেছে, আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করছেন।

আজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া নেয়া হয়েছিল।’

ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।

আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, ‘‘আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।”

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*