প্রধান মেনু

“গাছ লাগান-পরিবেশ বাঁচান”

মঠবাড়িয়ায় যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

“গাছ লাগান-পরিবেশ বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ মঠবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরিবেশ সুরক্ষায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরশহর ও ১১ ইউনিয়নে ছয় হাজার ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি কালাম মোল্লা, সগীর হোসেন, রামীম আহম্মেদ. শাহীন মিয়া নবী, যুবলীগ নেতা জাকারিয়া মুন্না, আলভী আলামীন প্রমুখ।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*