প্রধান মেনু

মঠবাড়িয়ায় বনবিভাগের ২৫হাজার বৃক্ষরোপন কর্মসূচি শুরু

 

মঠবাড়য়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের উদ্যোগে ২৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা রোপন হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে সারাদেশ জুড়ে বন বিভাগের এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

পরে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক উপজেলা পরিষদ চত্বরে ঔষধি,ফলদ ও ফুলের তিনটি চারা রোপন করেন । এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও উপজেলা বন কর্মকর্তা মো. ফকর উদ্দীন উপস্থিত ছিলেন।

উপজেলা বন বিভাগ সূত্রে জানাযায়, মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগ পরিবেশ সুরক্ষায় সারা দেশে এক কোটি গাচের চারা রোপন কর্মসূচি শুরু করেছে। আজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী এ বৃক্ষরোপন কর্মসূচি ভিডিও কনফারেন্স এর মাধ্য শুভ উদ্বোধন করেছেন। তার অংশ হিসেবে মঠবাড়িয়ায় বন বিভাগ ২৫ হাজার গাছের চারা রোপন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়য়া






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*