প্রধান মেনু

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬৪ নং সূর্যমনি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ^াসের উপর সম্প্রতি সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার আট শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমীন, কে.এম.লতীফ ইনস্টিটিশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানর, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, অবসর প্রাপ্ত শিক্ষক বাসুদেব হালদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, মোশারেফ হোসেন, সুমন্ত্র হালদার, কাজল দাস, শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নভাপতি পরিতোষ বেপারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।

উল্লেখ্য জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সূর্যমনি গ্রামের মৃত রব ফকিরের পুত্র বাদল ও বাবুল ফকির এবং দলবল ওই প্রধান শিক্ষকের উপর গত ২৬ জানুয়ারি রোববার প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে ওই শিক্ষক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আাহতে বাবা অমল বিশ^াস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় গত ২৮ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*