প্রধান মেনু

মঠবাড়িয়ায় পাটের মোড়ক ব্যবহার না করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

মঠবাড়িয়ায় পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাাস্টিক ব্যাগ ব্যবহার করার দায়ে ৮ ব্যবসায়ীকে অর্থ দ- করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিন বন্দর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন সৈকত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

পাঠ উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ নিশ্চিতে উপজেলার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করে চাল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৮ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান উপজেলাব্যাপী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন সৈকত ও পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*