প্রধান মেনু

মঠবাড়িয়ায় গরুর বাজারের জমি দখল করে দোকান ঘর উত্তোলন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া দক্ষিণ বন্দরের শতবর্ষীয় ঐতিহ্যবাহী গরুর বাজারের জমি দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার ক্ষুব্ধ গরু বাজার ব্যবসায়ীরা পিরোজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গরু বাজারের ব্যবসয়ীরা জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল গরুর বাজারে জমি দখল করে রাতের আঁধারে দোকান ঘর উত্তোলনের জন্য পাকা স্থাপনা নির্মাণ করে লোহার খুঁটি দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এতে গরু বাজার মসজিদের পুকুর ঘাটের পথ বন্ধ হয়ে যায়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা গরুর বাজারের জমিতে ঘর না তোলার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাউন্সিলর ও তার লোকজন নতুন করে রাতের আঁধারে ঘর উত্তোলনের কাজ শুরু করেন।
এ ব্যপারে ২ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুুর রহমান সিকদার দাবি করে বলেন, মসজিদের পথ যথাস্থানেই রয়েছে। জমিতে তার ডিসিআর বন্ধবস্তের কাগজপত্র রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ঘটনাস্থলে তহসিলদার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০১৭২৬১৮৪০৪৯






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*