প্রধান মেনু

মঠবাড়িয়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কমিটির মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা প্রদান কমিটির মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে  সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান, প্যানেল মেয়র ও কাউন্সিলর মঞ্জুর রহমান শিকদার, তাহেরুন্নেচ্ছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, পৌর সভার সচিব হারুন-অর-রশিদ, নির্বাহী পরিচালক হোসনে আরা, সমাজ সেবক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
এসময় সদস্য সচিব মনিকা আক্তার সুবিতাভোগী হওয়ার শর্ত জানান, ১. নির্ধারিত ফরর্মে করতে হবে। ২. ঊয়স ২০ বছর হতে ৩৫ বছর হতে হবে। ৩. মাসিক আয় পাঁচ হাজারের নীচে হতে হবে। ৪. বিজিএমইএ/বিকেএইএ এর আওতাভুক্ত নির্ধারিত প্রতিষ্ঠানে চাকুরীরত দরিদ্র, দুস্থ, দুগ্ধদায়ী এবং গর্ববতী মহিলা হতে হবে। ৫.পৌর এলাকার স্থায়ী বাসিন্দ অর্থাৎ ভোটার হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কমিশনারের প্রত্যয়ন থাকতে হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*