প্রধান মেনু

মঠবাড়িয়ার প্রতিবন্ধী পরিবারকে ঈদ সামগ্রী দিলেন মঙ্গল আলোয় ফাউন্ডেশনের

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারে তিন প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী উপহার দিলেন নবগঠিত অনলাইন সামাজিক প্রতিষ্ঠান মঙ্গল আলোয় ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বাড়িতে এ উপহার সামগ্রী পৌছে দেন প্রতিষ্ঠানের সদস্য ইসরাত জাহান মমতাজ ও সায়েক নাজাত। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইসাহাক তালুকদার।
প্রতিষ্ঠানটি পরিচালক নারগিস সুলতানা জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেজবুকে পিতা মাতা হীন প্রতিবন্ধী জাহাঙ্গীর, আলঙ্গীর সাজেনুর তিন ভাই বোন জরাজীর্ণ বাড়িতে কোনমতে খেয়ে না খেয়ে আছে সংবাদটি প্রকাশ হয়।

করোনা ভাইরাস সংক্রমনের কারণে প্রশাসনের কঠোর লকডাউনে যখন মানুষ ঘর বন্দি তখন তাদের ঘরে তখন খাবার নেই। তাদের পাশেও কেউ দাড়ায়নি। এ সংবাদ পেয়ে সদ্য প্রকাশিত মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির সদস্য লেফটেন্টে কর্নেল জহিরুল ইসলাম ইতি পূর্বে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করেন। “আলোকিত করি পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে ঈদের সামগ্রী থ্রী পিচ, লুঙ্গি, ফতুয়া, নারিকেল তৈল, চিনি, সেমাই,দুধ, সাবান, সয়াবিন তৈল, গুড়া সাবান তুলে দেয়া হয়েছে।
সাবেক ইউপি সদস্য ইসাহাক তালুকদার বলেন, মালেক কাজীর তিন ছেলে মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় পা চিকন হয়ে সভাবিক চলাচলসহ কাজ কর্ম করতে অক্ষম হয়ে পরে। ওদের মা ২০০৯ এ বাবা ৩ বছর পূর্বে মারা জান। মঠবাড়িয়া প্রশাসন এদের প্রধানমন্ত্রীর জমি আছে বাড়ি নেই এ প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয় তাহলে ওদের বসাবাসের নিশ্চয়তা পবে।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া প্রতিনিধি






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*