প্রধান মেনু

বলেশ্বর নদে ফেরী উদ্বোধনে দক্ষিণাঞ্চলের মানুষের উল্লাস

 

ইসরাত জাহান মমতাজ।।

বলেশ্বর নদে ফেরি উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলাবাসীর দীর্ঘনের স্বপ্ন এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন মাত্রা।

বুধবার দুপুর ১২টায় পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও সভাপতি সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ ডা. রুস্তম আলী ফরাজী মাছুয়া থেকে ফেরিযোগে রায়েন্দা ঘাটে ,পৌঁছালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন তাকে স্বাগত জানান। এসময় ফলক উন্মোচনের মধ্যদিয়ে মাছুয়া-রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

এর আগে দুই সাংসদ পৃথকভাবে দুই পারের সংযোগ সড়কেরও উদ্বোধন করেন। পরে রায়েন্দা ফেরিঘাটসংলগ্ন বেড়িবাঁধের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, বলেশ্বর নদের ফেরি বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। এই ফেরির মাধ্যমে পিরোজুপর, খুলনা, বাগেরহাট, বরিশাল, কুয়াকাটা, মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে সেতুবন্ধ তৈরী হলো।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, এ ফেরি শুধু মানুষ পারাপার নয়, অর্থনৈতকি উন্নয়ন, সড়ক যোগাযোগে নতুন মাইল ফলক স্থাপনসহ দুই উপজেলার মানুষ ৫০বছরের দুর্ভোগ থেকে অব্যহতি পাবে।

উপজেলা শ্রমিকলীগ সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজুল উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খুতনে জান্নাত, এমপি রুস্তম আলী ফরাজীর সহধর্মিণী খাদিজা বেগম খুশবু, আমিরুল আলম মিলনের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস লিপি, শরণখোলা উপজেলা আওয়ামীলগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*