প্রধান মেনু

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

আলোরকোল ডেস্ক।।

বঙ্গোপসাগরে মাছ ধরার জেলে বহরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অন্তত ২৬টি ট্রলার থেকে কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডুবিয়ে দিয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার।

এতে সাগরে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন জেলে। নিখোঁজ সেই জেলেদের উদ্ধার চেষ্টা চালিয়ে নিমজ্জিত ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছে অন্য ট্রলারের জেলেরা। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০-২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

 

 

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজা বলেছেন, নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরের নিরাপত্তায় সরকারের সহযোগিতা চেয়েছে মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*