প্রধান মেনু

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঊড়িষ্যায় তুমুল বৃষ্টি

আলোরকোল  ডেস্ক।।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সোমবার সকালেই সেই গভীর নিম্নচাপ ভারতে ঊড়িষ্যার চাঁদবলির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। 

তার জেরে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে ঊড়িষ্যায়। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্থলভাগে প্রবেশ করে গভীর নিম্নচাপ। গত ২৪ ঘণ্টায় পুরী জেলায় ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

ফলে পানিবন্দি হয়ে পড়েছে পুরীর বহু এলাকা। পানি জমেছে ঊড়িষ্যার আরো অনেক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে পার্শ্ববর্তী রাজ্য ছত্তীসগঢ়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের উপকূল এলাকায় আগামী ১২ ঘণ্টা ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে। পরের ১২ ঘণ্টা ঝড়ের গতিবেগ কমে হবে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। 

পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ফের নিম্নচাপে পরিণত হবে। তার পরে তা পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সূত্র: আনন্দবাজার।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*