প্রধান মেনু

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে হিলিতে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ,আশ্রয়ণ,বিদ্যুৎ,নারীর ক্ষমতায়ন,পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগের উপর একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেন করা হয়।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শ্যামল কুমার দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার জান্নাতুন ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হিলি স্থলবন্দর শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ, ১নং খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান,২নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, ৩নং আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*