প্রধান মেনু

প্রতি উপজেলায় ১ হাজার যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষনা “ নির্বাচনে বিজয়ী হলে আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনার পাশাপাশি প্রতি উপজেলা হতে গড়ে ১ হাজার যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” ।
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে এসব তথ্য জানানো হয়। রবিবার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সেমিনার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান খুলনার সহকারি পরিচালক মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ানম্যান ফাহিমা ছাবুল।
প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে উপজেলা প্রশাসন বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ কর্মসূচীর আয়োজন করে। সেমিনারে বিষয়ভিত্তক আলোচনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফুল ইসলাম মামুন।
সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সুধীজন অংশগ্রহন করে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*