প্রধান মেনু

বন্যা দুর্গত এলাকায় সহ সারাদেশে দ্রুত আরো ২শ সাইলো নির্মাণ করা হবে

দেশে খাদ্য সংকট হওয়ার কোন কারণ নেই- মোংলায় খাদ্য মন্ত্রী

মোংলা প্রতিনিধি ।।
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। বন্যায় খাদ্য শস্য নষ্ট হয়নি। ফলে খাদ্য সংকট হওয়ার কোন কারণ নেই। বন্যা দুর্গত এলাকায় দ্রুত ৮টি সাইলো নির্মাণ করা হবে।

এছাড়া সারাদেশে ধানের জন্য প্রায় ৫ হাজার মে: টন ধারণ ক্ষমতা সম্পন্ন আরো ২শ সাইলো নির্মাণ করা হবে।
সোমবার মোংলার জয়মনিরঘোল এলাকায় প্রায় ৫০ হাজার মে: টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ৪৬% খাদ্য শস্য মোংলা বন্দর দিয়ে আমদানী করা হচ্ছে। এছাড়া মোংলার বৃহত্তম এই সাইলো আরো কার্যকরী করার জন্য জেটির সামনের অংশের পশুর নদীতে ড্রেজিং ও মোংলা-জয়মনি রাস্তাটিও দ্রæত সময়ের মধ্যে সংস্কার করা হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. মোঃ মহসিন ও সাইলো সুপার অরূপ কুমার মিশ্র।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*