প্রধান মেনু

নিরাপত্তাহীনতায় পরিবারের সদস্যরা

চিতলমারীতে মুক্তিযোদ্ধার ওপর হামলা, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে এক মুক্তিযোদ্ধার ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

হামলায় ওই মুক্তিযোদ্ধার বাম হাত ভেঙে গেছে। গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নেরর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার মোঃ ইছাহাক মোল্লার ওপর এ হামলার ঘটনায় বিচারের দাবিতে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে বুধবার বিকাল ৩ টায় সংবাদ সম্মেলন করেছেন ওই মুক্তি যোদ্ধার ছেলে মোঃ বিপ্লব মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্লব মোল্লা জানান, জমি-জমা ও দলীয় বিরোধের জেরে ৩ সেপ্টেম্বর আমার পিতা মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক মোল্লাকে প্রতিবেশি বিএনপির চিহ্নিত সন্ত্রাসী মোঃ শামীম মোল্লা, মোঃ মোতাহার মোল্লা, মোঃ আবুল কালামসহ ৮/১০ জন সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

হামলায় আমার পিতার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ বিষয়ে আমি বাদী হয়ে ৪ সেপ্টেমবর, ২০১৯ তারিখ চিতলমারী থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং- ২/৮৮।

আসামীরা জামিনে মুক্তি পেয়ে আমাদের পরিবারের লোকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছে। হামলাকারীদের হুমকিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার ছোট দুই ভাই-বোনসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত মোতাহার মোল্লা ও আবুল কালাম জানান মুক্তিযোদ্ধা ইছাহাক মোল্লা তার ছেলেদের নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছেন। মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা সঠিক নয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*