প্রধান মেনু

চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা বৃদ্ধির জন্য প্রেসব্রিফিং

চিতলমারী প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা মিলনায়তনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসব্রিফিং ও সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, বৈদেশিক কর্মস্ংস্থান খুলনা ট্রেনিং সেন্টারের বিভাগীয় প্রধান এম এ বাকী, উপপরিচালক আলী সিদ্দিকী, জেলা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ।
সেমিনারে বক্তরা নিয়ম বিদেশে যাওয়ার জন্য আহবান জানান।

প্রেসব্রিফিং ও সেমিনারে চিতলমারীতে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুধী সমাজ অংশ গ্রহণ করেন।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*