প্রধান মেনু

চিতলমারীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিবাহ আয়োজনের দায়ে কন্যার পিতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, সোমবার দুপুর ১ টার গোপন সংবাদের ভিত্তিতে তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কচুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তফার কন্যা ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহ আয়োজন করার দায়ে কন্যার পিতা মোস্তফাকে নগদ ২ হাজার টাকা জরিমানা করেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*