প্রধান মেনু

ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশর ঝুঁকিকম,বাড়ছেনা সতর্কসংকেত

আলোরকোল ডেস্ক ।।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত। আম্পানের মতো ইয়াস যে শক্তিশালী হচ্ছে না, তা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতিবিষয়ক জরুরি সভায় ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে সর্বশেষ অগ্রগতি জানাতে গিয়ে শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমান অবস্থায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে বিপদ সংকেত পাওয়ামাত্র আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়া যায়। এখন আর সতর্কসংকেত বাড়ানোর প্রয়োজন নেই।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



(পরবর্তী খবর) »



উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*