প্রধান মেনু

তরুন খেলোয়াড়দের ক্ষোভ

উদ্যোগের অভাবে ঝিমিয়ে পড়েছে শরণখোলার ক্রীড়াঙ্গন

নজরুল ইসলাম আকন ।।

বাগেরহাটের শরনখোলায় উদ্যোগ ও পরিকল্পনার অভাবে ঝিমিয়ে পড়েছে ক্রীড়াঙ্গনের আনন্দ মুখর পরিবেশ।

উপজেলা সদরে বিশাল খেলার মাঠ থাকলেও মাঠে চলছেনা আনুষ্ঠানিক ভাবে তেমন কোন খেলাধূলার আয়োজন। ফলে তরুন খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।

উপজেলা সদর রায়েন্দা বাজারের বাসিন্দা ও ফুটবল খেলায়াড় আব্দুল কাদের, রাসেল, জাহিদুল ইসলাম সুমন জানান, শরনখোলার ক্রীড়াঙ্গনের অবস্থা খুবই নাজুক। সংস্কার বিহীন পড়ে আছে বিশাল মাঠ । খেলা পরিচালনার জন্য নাই কোন ব্যাবস্থাপনা।

নাই ক্রীড়া সরঞ্জাম। গত দু’বছরেও তাদের হাতে কেউ একটি ফুটবল তুলে দেয়নি। দায়ীত্বশীলরা কেউ এগিয়ে আসছেনা ক্রীড়াঙ্গনের এ দুর্দশা ঘুচানোর জন্য।
জানতে চাইলে শরনখোলা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী  সাইফুল ইসলাম খোকন বলেন, শরনখোলা উপজেলা ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছে এ কথা ঠিক নয়।

এখানে অনুষ্ঠানিক ভাবে অনেক ক্রীড়াই অনুষ্ঠিত হয়। তবে ক্রীড়া সংস্থার হাতে নিজস্ব অর্থ না থাকায় খেলা আয়োজনে কিছু সমস্যা দেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শীঘ্রই মিটিংয়ে আয়োজন করে শরনখোলার তরুন খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের ব্যাবস্থা করা হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*