প্রধান মেনু

দূর্যোগপূর্ণ আবহাওয়া, ফিসিংট্রলার গুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে

উত্তাল বঙ্গোপসাগরে জাল ফেলতে পারছেনা জেলেরা

আলোরকোল ডেস্ক ।।

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে না পেরে ফিসিংট্রলার গুলো উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ঝড় বৃষ্টি ও জোয়ারের পানিতে বিস্তিীর্ন এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ২০ ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ।
শরণখোলা ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, মৌশুমি ঝড়ের কারণে সাগর প্রচন্ড উত্তাল হওয়ায় ঢেউয়ের আঘাতে সাগরে টিকতে না পেরে ফিসিংট্রলার গুলো উপকূলের মহিপুর, পাথরঘাটা, সুন্দরবনের কচিখালীসহ অন্যান্য এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে। আবহাওয়া বিভাগ তিন নম্বর সতর্ক সংকেত জারী করেছে
এদিকে, ঝড়ো হাওয়ার তান্ডবে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জের পানগুছি নদী ক্রসিং বিদ্যুৎ লাইনের তার বুধবার বিকেলে ছিড়ে পড়ে যায়।

ফলে বুধবার বিকেল থেকে শরণখোলা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে সমগ্র এলাকা অন্ধকারে ডুবে যায়। বৃহস্পতিবার দুপুরে বিকল্প ব্যবস্থায় শরণখোলা উপজেলা সদর সহ আংশিক এলাকায় বিদ্যুত সরবরাহ পুনঃ শুরু হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন মোবাইল ফোনে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বেশকিছু ফিসিং ট্রলার সুন্দরবনের দুবলারচরসহ আশেপাশের খালে নিরাপদ আশ্রয় নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*