প্রধান মেনু

“আমরা ধূমপান করবো না “ শরণখোলার যুবলীগ

আসাদুজ্জামান মিলন ।।

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবলীগ। বিজয়ের মাসে উপজেলা যুবলীগকে ধূমপানমুক্ত ইউনিট ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন তাদের শপথ বাক্য পাঠ করান। সমাবেশে উপজেলার চারটি ইউনিয়নের ৪১টি ইউনিটের কয়েকশ’ নেতাকর্মী ধূমপান ও নেশার বিরুদ্ধে শপথ অনুষ্ঠানে অংশ নেন।

যুবলীগের নেতারা বলেন, আমরা ধূমপান করবো না এবং মাদকের বিরুদ্ধে প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে শক্তিশালী করতে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবলীগের এই উদ্যোগকে সারা বাংলাদেশে কার্যকর করতে পারলে দেশ ধূমপান ও মাদকমুক্ত হবে।

এর আগে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শরণখোলা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। এর আগে শোভাযাত্রা শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে যুবলীগ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, স্বেচ্ছ্বাসেবকলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা শামীম মুন্সী, জিয়া তালুকদার, মাসুম তালুকদার, সাজেদুর রহমান কবির জমাদ্দার, ইমরান হোসেন রাজিব প্রমূখ ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*