প্রধান মেনু

আফগানিস্তানে জুমার নামাজের সময় হামলা নিহত – ৩২ জন

আন্তর্জাতিক ডেস্ক।।

  আফগানিস্তানে  জুমার নামাজের সময় চালানো হামলায় কমপক্ষে ৩২ জন নিহত আবারও মসজিদে বোমা হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে শিয়া মুসলিমদের ওই মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় চালানো হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। প্রদেশটির গণস্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

কান্দাহারের বিবি ফাতিমা মসজিদটিতে শিয়া মুসলিমরা নামাজ পড়েন। কান্দাহারে এটাই শিয়াদের সবচেয়ে বড় মসজিদ। হাসপাতাল সূত্র জানিয়েছে, তারা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সায়িদ খোস্তি টুইটারে লিখেছেন, ‘আমরা শুনে স্তম্ভিত যে, কান্দাহার শহরে শিয়া ভাইদের একটি মসজিদে বিস্ফোরণ হয়েছে; এতে আমাদের বেশ কয়েকজন স্বদেশবাসী শহীদ ও আহত হয়েছেন।’

এর আগে কুন্দুজ শহরে মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন অনেকে। ওই হামলার দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের (ইসলামিক স্ট্যাট) এর শাখা আইএসকেপি।

আইএসকেপি শিয়া মুসলিমদের উপর এর আগেও অনেক হামলা চালিয়েছে। আফগানিস্তানে তালেবানের সঙ্গেও তাদের কঠোর বিরোধ রয়েছে। বর্তমানে আফগানিস্তানে নিরাপত্তার ক্ষেত্রে তালেবানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ আইএসই।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*