প্রধান মেনু

‘অভাগীর প্রেম’ এখন অমর একুশে গ্রন্থমেলায়

চিতলমারী প্রতিনিধি:
আজন্ম দুঃখি বাবা-মায়ের পরিচয়হীন তরুণী অভাগী সুখের নীড় গড়ার লক্ষে এক আকাশ স্বপ্ন নিয়ে নবযৌবনে জড়িয়ে পড়ে এক ছলনাকারী যুবকের সাথে। শেষ পর্যন্ত ওই যুবকের প্রতারণা সইতে না পেরে ঝাঁপিয়ে পড়ে নদীতে। এমই নিদারুণ প্রেমের করুণ পরিনতি চিত্রিত হয়েছে বাগেরহাটের চিতলমারীর বর্তমান সময়ের সাড়া জাগানো লেখক অসীম বিশ্বাস মিলনের ‘অভাগীর প্রেম’ উপন্যাসে।

উপন্যাসটি ঢাকার অমর একুশে গ্রন্থ মেলার বিভাস প্রকাশনীর ৩০৩ ও ৩০৪ নং স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও একই লেখকের ‘অস্তগামী’, ‘কনিনীকা’, ‘মিলনের ছোটগল্প’,‘ঋক্ষরাজ’, ও ‘ উপনিষদ পুরাণ এবং দর্শনের উপলদ্ধি থেকে বই গুলো বিভাস প্রকাশনীর স্তলে পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে লেখক অসীম বিশ্বাস মিলন বলেন, ইতোপূর্বে আমার লেখা বই গুলো পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এবারের বই মেলায় প্রকাশিত ব্যতিক্রমধর্মী প্রেমের উপন্যাস ‘অভাগীর প্রেম’ ও ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট
০১৭১৪৪৮১৩৫৩






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*